কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক এবং দক্ষিণ এশিয়ার প্রথম শরী‘আহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উদ্যমী, কর্মঠ, একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে।
পদবী:
√ Messenger-cum-Guard (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা:
√ এসএসসি/সমমান পাস
বয়সসীমা:
√ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর
√ বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ বিবেচিত হবে (কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়)
বেতন ও সুবিধাদি:
√ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী
অন্যান্য শর্তাবলি:
1. মার্কশীট/অ্যাপিয়ার্ড সার্টিফিকেট/টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
2. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
3. লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো TA/DA প্রদান করা হবে না।
4. নিয়োগ পরীক্ষার সব পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে।
5. অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
6. প্রার্থীদের বৈধ ই-মেইল ও মোবাইল নম্বর থাকতে হবে।
7. প্রার্থীদের ব্যাংকের যেকোনো শাখা বা অফিসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:
1. আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট যাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে।
2. তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
3. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
4. মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী একটি প্যানেল তৈরি করা হবে, যেখান থেকে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে।
5. কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে সম্পূর্ণ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
আবেদন প্রক্রিয়া:
√ যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আবেদন করতে হবে: career.islamibankbd.com
আবেদনের সময় প্রার্থীদের:
√ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (JPG, সর্বোচ্চ 100 KB)
√ স্বাক্ষর (JPG, সর্বোচ্চ 50 KB) আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
√ ১১ সেপ্টেম্বর, ২০২৫
🚫 সরাসরি হাতে হাতে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
সোর্স: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।